
জি, এম, নজরুল ইসলাম (শ্যামনগর) মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার হরিনগর বাজারের ৪-৫ টি মুরগির দোকানের যাবতীয় মুরগির বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে সিংহর তলী নদীতে। বহুবার গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও এ বিষয়ে, টনক নড়েনি উপজেলা প্রশাসনের। বাজার কমিটি ও সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করছে। পাকা যেটির পাশে ময়লা ফেলার কারণে পচা দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী। প্রতিদিন নদীর পাড় দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে পড়ন্ত বিকেলে লোকারণ্য হয়ে যায় নদীর পাড় হরিনগর বাজার সংলগ্ন এলাকা। প্রকৃতিপ্রেমীরা নদীর র্সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা। কেউ আসে কাছের ব্যক্তিকে নিয়ে, আবার কেউ আসে সৌন্দর্য উপভোগ করতে। সব মিলে জায়গাটা অপরূপ লীলায় মুখরিত থাকে। প্রকৃতিপ্রেমী মানুষ নদীর সৌন্দর্যে অভিভূত হয়ে বারবার ছুটে আসে এখানে। বর্জ্যের কারণে স্থানীয় মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। নদী দিয়ে চলাচল করার সময় পানিতে মুরগির পা ও পাখনা ভেসে থাকতে দেখা যায়। বাজারের ড্রেন নিয়মিত পরিষ্কার না করার ফলে ড্রেনে ময়লা আটকে দুর্গন্ধে নাকাল পথচারী। অসহায়ের মত চলাচল করছে সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের এমন রহস্যজনক নীরবতায় দূষিত হচ্ছে নদীর পানি। জনদুর্ভোগ লাঘবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।