জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদী বেষ্টিত গাবুরা ইউনিয়নে দৃষ্টিনন্দন সংলগ্ন কপোতাক্ষ নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা হতে নদীর প্রবল স্রোতে হঠাৎ ভাঙন শুরু হয়। মুহুর্তে ৫শতাধিক মিটার ব্যাপী নদীগর্ভে বিলান হয়ে যায়। এসময় স্থানীয় মানুষের মনে আতঙ্ক দেখা দেয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, ভোরের দিকে হঠাৎ ওই স্থানে ভাঙন শুরু হয়। ভাঙনের কবলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বাঁধ নদীতে ধ্বসে পড়ে। যেকোন মুহুর্তে সমগ্র বাঁধ বিলিন হয়ে একমাত্র মিঠা পানির পুকুরটি (দৃষ্টিনন্দন) লোনা পানিতে একাকার হওয়ার সম্ভাবনা আছে। দৃষ্টিনন্দন পুকুর হতে ওই অঞ্চলের সহস্রাধিক পরিবার দৈনন্দিন সুপেয় পানির চাহিদা মিটিয়ে থাকে। নদীর চরে স্থাপিত সামাজিক বনায়ন বিভাগের বিভিন্ন প্রজাতির গাছ নদীগর্ভে বিলিন হয়ে গেছে তিনি জানান।
স্থানীয় ফিরোজ, আবুল হোসেন ও আক্তার সহ অনেকে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে দৃষ্টিনন্দন মিষ্টি পানির পুকুরটি লোনা পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ভয়াবহ সুপেয় পানির সংকটে পড়বে এলাকার মানুষ।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ১৫নং পোল্ডারে দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদ হোসেন ভাঙনের সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙন কবলিত স্থান পরিদর্শন করা হয়েছে। সার্বিক বিষয়টি পাউবো উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।