
স্পোর্টস ডেস্ক:
শেষ ওয়ানডেতে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানো গেছে। ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা ছিলেন তিনি। যার প্রভাব পড়েছে সাকিবের ওয়ানডে র্যাঙ্কিংয়ে।
সাকিব অবশ্য অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগেই শীর্ষস্থান দখল করে আছেন। তাই উন্নতিটা হয়েছে ব্যাটারদের তালিকায়। ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন। আর বোলারদের তালিকায় প্রবেশ করেছেন সেরা পাঁচে। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করে উন্নতি হয়েছে ইংল্যান্ড ওপেনার জেসন রয়েরও। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। অধিনায়ক জস বাটলার আবার ৪ ধাপ এগিয়েছেন। তার সর্বশেষ অবস্থান ১৬। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ডেভিড মালান ২২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন।
অপর দিকে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে তুমুল লড়াই চলছে। কিছুদিন আগে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে এক নম্বরে চলে আসেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেভাবে আলো ছড়াতে পারেননি বলে রেটিং পয়েন্ট কমে গেছে ভারতীয় অফ স্পিনারের। ৪ উইকেট নেওয়ায় অশ্বিনের ৬ পয়েন্ট কমেছে। তাতে অশ্বিন-অ্যান্ডারসনের রেটিং পয়েন্ট সমান ৮৫৯ হয়ে গেছে। অশ্বিন তার পরেও শীর্ষেই আছেন। দুইয়ে অবস্থান করছেন অ্যান্ডারসন।
ভারতের বিপক্ষে শেষ দুই টেস্ট খেলতে না পারা প্যাট কামিন্সেরও রেটিং পয়েন্ট কমেছে। ৮৪৯ পয়েন্ট নিয়ে তিনে আছেন তিনি। তবে শীর্ষে থাকা অশ্বিন-অ্যান্ডারসনের চেয়ে খুব বেশি দূরে নন।