নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক কটুক্তি শ্লোগান, মিথ্যা কুৎসা রটনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শহরের খুলনার রোড মোড়ের বঙ্গবন্ধু চত্বরে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন বলেন, দেশজুড়ে চলমান ধর্ষণ ও নারী নির্যাতন কে ইস্যু করে বিএনপি, জামায়াত বঙ্গবন্ধু কন্যা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটুক্তি শ্লোগান মিথ্যা কুৎসা রটাচ্ছে। তার ছবিতে আগুন দিচ্ছে।
এসব করে লাভ হবেনা উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে অচিরেই নতুন আইন করবে সরকার। এসব ষড়যন্ত্র করে আওয়ামী লীগ কে ক্ষমতা থেকে সরানো যাইবে। যারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ কে নিয়ে কটুক্তি শ্লোগান ষড়যন্ত্র করছে তাদের ছাড় দেওয়া হবেনা।
এসময় প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক কটুক্তি ও মিথ্যা কুৎসা রটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
পূর্ববর্তী পোস্ট