বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত শুটিং করতে গিয়ে আহত হয়েছেন- বুধবার (১২ এপ্রিল) এমন খবর ছড়িয়ে পড়ে। ভারতের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। তাতে জানানো হয়েছিল, বেঙ্গালুরুতে একটি কন্নড় ছবির শুটিংয়ে বোমা বিস্ফোরণের দৃশ্যে কাজ করতে গিয়ে হাত, কনুই ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন সঞ্জয়।
কিন্তু সঞ্জয় দত্ত নিশ্চিত করলেন, তিনি পুরোপুরি ঠিক আছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘খলনায়ক’ তারকা বলেছেন, ‘কিছু খবর দেখলাম আমার আহত হওয়ার বিষয়ে। আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে, এগুলো পুরোপুরি ভিত্তিহীন। সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো এবং সুস্থ আছি।’
ভক্ত-শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে সঞ্জয় দত্ত আরও বলেন, ‘আমি ‘কেডি’ ছবির শুটিং করছিলাম এবং ছবিটির টিম আমার দৃশ্যের সময় অতিরিক্ত যত্নশীল ছিল। আপনাদের উদ্বেগ ও আমার সঙ্গে যোগাযোগের জন্য ধন্যবাদ।’
জানা গেছে, ‘কেডি’ কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা। যেখানে তিনি ইতোপূর্বে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র মতো রেকর্ড সৃষ্টিকারী ছবিতে কাজ করেছেন। সেই সুবাদেই নতুন প্রজেক্ট এসেছে হাতে।
এটি নির্মাণ করছেন প্রেম। ছবির নায়ক ধ্রুব সারজা। ছবিটিতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিও থাকছেন। এটি কন্নড় ভাষার পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও হিন্দিতে মুক্তি পাবে।