সাতনদী অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি নানা গুণে গুণী এই বলিউড তারকা আলোচনায় এসেছেন । এবার শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্র নতুন বিলাসবহুল একটি গাড়ি কিনে আলোচনায় এসেছেন।
কালো রঙের এই মার্সিডিস-বেনজ-ভি ক্লাসের এই গাড়িতে মুম্বাইয়ের রাস্তায় এ দম্পতিকে দেখা গেছে। তাদের দেখা মাত্রই পাপারাজ্জিরা তাদের ছবি তোলেন এবং দৃশ্য ধারণ করেন। মুম্বাইয়ের বোরলি এলাকার জনপ্রিয় একটি রেস্তোরাঁয় পরিবারের সদস্যসহ দেখা মেলে শিল্পা শেঠির।
ভারতে কালো রঙের ওই মার্সিডিস-বেনজ-ভি ক্লাসের গাড়ির দাম ৭১.১০ লাখ রুপি থেকে এক কোটি ৪৬ লাখ রুপি। শিল্পার গাড়ির দাম ১.৪৬ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ এক কোটি ৬৫ লাখ টাকার বেশি। গাড়িতে আটজন বসার সক্ষমতা রয়েছে।