নিজস্ব প্রতিবেদক, যশোর: কোন বিধি নিষেধ না মেনেই যশোরের রাজগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০ হাজার টাকা মূল্যের সাতটি গাছ কেটে নিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদ্রাসা মাঠের পশ্চিম কর্ণার থেকে দক্ষিণ পাশের ছয়টি রেন্টি গাছ ও একটি মেহগনী গাছ বিক্রি করে নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিগত এক বছর পূর্বে তারা গাছ গুলো বিক্রি করে প্রায় ৭০ হাজার টাকা পকেটস্ত করেছে। উল্লেখ্য ঐ সময় একই সাথে লাগানো অনেক গাছ এখনও মাদ্রাসার মাঠে রয়েছে। যে সকল গাছের মূল্য এখন অনেক। অভিযোগ উঠেছে ওই টাকা মাদ্রাসার কোন ফান্ডে জমা দেননি এবং কোন মাদ্রাসার উন্নয়ন মূলক কাজও করেননি। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এবিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলাইমান হোসেনের কাছে জানার চেষ্টা করে কোন সদুত্তর পাওয়া যায়নি।