শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে মো. মাহামুদুল হাসান সম্রাট ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৭ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মাহামুদুল হাসান সম্রাট শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া ফেরদৌসের ছেলে, ও তার পিতার নাম শাহাজাহান আলম। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে শার্শার বাগুড়ী গ্রামের ঋষি পাড়ায় অবস্থিত তার বাড়িতে অভিযান পরিচালনা করে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাহামুদুল হাসান সম্রাট কে গ্রেপ্তার করে। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
শার্শায় মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে সম্রাট ইয়াবাসহ গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট