স্পোর্টস ডেস্ক :
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল খেলতে গতকাল সন্ধ্যায় ঢাকা ছাড়েন বাংলাদেশি তারকা ওপেনার লিটন দাস। কলকাতা শহরে পৌঁছে যান রাতেই। আজ লিটনকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেকেআর ফ্র্যাঞ্চাইজি।
সোমবার দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে লিটন দাসের কয়েকটি ছবি আপলোড করেছে কেকেআর। ক্যাপশনে লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’
কলকাতা যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের লিটন বলেন, ‘আমি জানি না যে ওখানে গিয়ে খেলব কি না। খেললেও ভালো খেলব কি না তার গ্যারান্টি নাই। এটা একটা শেখার প্রক্রিয়া। ২০-২৫ দিন বা যত দিনই থাকব চেষ্টা করব সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে।’
যদিও কেকেআরের প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গেছে লিটনের জন্য। আফগানিস্তানের রহমতউল্লাহ গুরবাজ দুর্দান্ত ফর্মে আছেন। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিবের বদলি ইংলিশ ওপেনার জেসন রয়।
রহমতউল্লাহ ও রয়ের মতো দুইজন ওপেনার থাকতে বিদেশি হিসেবে ওপেনিংয়ে নিজের সম্ভাবনা কতটুকু দেখছেন এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘একজন ওপেনার হিসেবে সবসময়ই আত্মবিশ্বাসী থাকতে হবে। আমি আগে কখনও বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলিনি। এটি সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। দল যদি আমাকে খেলায়, আমি চেষ্টা করব ভালো খেলার। শুধু ওপেনিংয়ে নয়, তারা যে পজিশনেই সুযোগ দেবে, আমি ভালো খেলার চেষ্টা করব।’
আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কেকেআরের জার্সিতে মাঠে নামার সুযোগ থাকছে লিটনের। এরপর ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।
আইপিএল খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া আছে আগামী ৪ মে পর্যন্ত। এর মধ্যেই লিটন ও মুস্তাফিজকে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে। সে সময় বাংলাদেশ দলের ইংল্যান্ডে থাকার কথা। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলবে বাংলাদেশ।