স্পোর্টস ডেস্ক :
সৌদি আরবীয় দল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোদের কোচের চাকরি ঝুলে রয়েছে। পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত সূত্রে জানা গেছে, চাকরি বাঁচাতে আর একটি ম্যাচ দেওয়া হয়েছে রুডি গার্সিয়াকে।
রোমা ও লিওঁর সাবেক কোচ গার্সিয়া ২০২২ সালের জুন থেকে আল নাসরে। সৌদি প্রো লিগে তার দল আট ম্যাচের মধ্যে সাতটি জিতলেও দলকে শীর্ষে রাখতে ব্যর্থ হওয়ার কারণে চাকরি নিয়ে শঙ্কায় তিনি।
এছাড়া গত ডিসেম্বরে ক্লাবটিতে যোগ দেওয়া রোনালদোর সঙ্গে গার্সিয়ার অস্বস্তিকর সম্পর্কের গুঞ্জনও উঠেছে। এ কারণেও চাপে ফরাসি কোচ।
আল নাসর বর্তমানে শীর্ষ দল আল ইত্তিহাদের চেয়ে তিন পয়েন্ট পেছনে। আগামী ১৮ এপ্রিল তারা পরের ম্যাচ খেলবে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন আল হিলালের বিপক্ষে। সূত্রমতে জানা গেছে, ক্লাবের কাছে বরখাস্ত এড়াতে আল হিলালের বিপক্ষে জিততেই হবে গার্সিয়াকে।
আল নাসরে গার্সিয়া এরই মধ্যে সৌদি প্রো লিগের অধিকাংশ কোচের চেয়ে বেশিদিন টিকেছেন। বিশ্বে সবচেয়ে বেশি কোচ ছাঁটাই হয় দেশটিতে, প্রধান কোচরা গড়ে চার মাসের একটু বেশি সময় থাকতে পারেন।