
স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন না ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তাই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। অনেকেই মনে করছেন রিয়াদকেও ছেটে ফেলার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।
গতকাল রবিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য দাবি করেছিলেন রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সেই কথায় অনেকেই সন্তুষ্ট হতে পারেনি।
এবার নান্নুর কথার ব্যাখ্যা দিলেন নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানালেন, রিয়াদকে বিশ্রামই দেওয়া হয়েছে। বাশারের মতে, ‘তাকে (রিয়াদ) নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে কিন্তু তারা আগেই খেলেছে। তার কিন্তু ওখানে গিয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই।’
বাশার আরও বলেন ‘মাহমুদউল্লাহর জায়গায় যদি কাউকে নিতে হয়, তাকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা থেকেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
বাশার আরও জানিয়েছেন ‘মাহমুদউল্লাহ এমন একজন ক্রিকেটার, যে অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলেছে, সম্ভবত তিনটি বিশ্বকাপ খেলে ফেলেছে সে। তার জন্য তো বিশ্বকাপ নতুন কিছু নয়। তবে কেউ যদি চোটে পড়ে, সে যেন প্রস্তুত থাকে, সেটিই চেষ্টা করছি।’