
জাতীয় ডেস্ক:
রাজধানীর শেরে বাংলা নগরে চোর সন্দেহে মো. মামুন মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৬ মার্চ) দুপুরে ঢাকা শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. মামুন মিয়া মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি একজন চা বিক্রেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শেরে বাংলা নগরে একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা শেষে দুপুরের দিকে শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করছিলেন মামুন। এ সময় তাকে চোর সন্দেহে হাসপাতালটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকরা মারধর করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শেরে বাংলানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, গণপিটুনিতে এক যুবক মারা গেছেন বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।