
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় রসুলপুর যুব সমিতির উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রসুলপুর যুব সমিতির আয়োজনে ক্লাব ভবনে রসুলপুর যুব সমিতির সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, রসুলপুর যুব সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান খান, রসুলপুর যুব সমিতির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন খান, রসুলপুর যুব সমিতির সাবেক সহ-সভাপতি তৌফিক আলম খান রনজু ও রসুলপুর যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম জামান খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু।
রসুলপুর যুব সমিতির পক্ষ থেকে ৭জন বিশিষ্ট ব্যক্তিকে ফুল, উপহার শীতের শাল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথীসহ রসুলপুর যুব সমিতির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর ক্রীড়া সংস্থার সভাপতি লিয়াকত হোসেন অরুণ।