
আন্তর্জাতিক ডেস্ক:
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদকে ঘিরে আবারও ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা দেখা দিয়েছে। রোববার (২৬ মার্চ) মসজিদ প্রাঙ্গণ থেকে মুসল্লিদের বের করে দেয় ইসরাইলি সেনারা। গ্রেফতার করা হয় কয়েকজনকে। বন্ধ করে দেয়া হয় আল-আকসার প্রবেশ পথও।
পবিত্র আল-আকসা মসজিদ বা বায়তুল মুকাদ্দাস বিশ্বের মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। তবে জেরুজালেমের এ মসজিদটিকে নিজেদের পবিত্র স্থান হিসেবে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
ইহুদিদের কাছে আল-আকসা ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। অনেকের মতে, বছরের পর বছর চলতে থাকা ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে পবিত্র এ মসজিদটি।
এর মধ্যেই রোববার স্থানীয় সময় রাতে হঠাৎ করেই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইসরাইলি সেনারা। আল-আকসা চত্বরে ঘুমিয়ে থাকা মুসল্লিদের জোর করে বের করে দেয়া হয়। পরে বন্ধ করে দেয়া হয় আল-আকসার প্রবেশ পথ। মুসল্লিদের মধ্যে কয়েকজন বের হতে না চাইলে তাদের আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
একজন মুসল্লি বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ এক সেনা সদস্য এসে আমাকে ডেকে বললো মসজিদ থেকে বের হয়ে যেতে। তারা আমাকে কোনোভাবেই ভেতরে থাকতে দিতে চাইছিল না।
আরেক মুসল্লি বলেন, ইসরাইলি সেনারা মসজিদের ভেতরে প্রবেশ করে আমাদের সবাইকে বের হয়ে যেতে বললো। কেউ নির্দেশ অমান্য করলে তাকে গ্রেফতার করা হবে বলেও হুমকি দিলো। মসজিদের ভেতর তখন বৃদ্ধ, নারী ও শিশুরাও ছিল।
তেল আবিবের দাবি, মসজিদের তত্ত্বাবধায়ক মুসলিম ওয়াকফের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী আল-আকসার ভেতরে থাকা আইনের লঙ্ঘন। এ কারণে রাতে মসজিদে অবস্থান নেয়া সবাইকে বের করে দেয়া হয়েছে।