
আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরের রমজাননগরে বিল্লাল হত্যা মামলার বাদীকে কুপিয়ে যখম করেছে দূর্বৃত্তরা।
ঘটনাসূত্রে জানাগেছে যে, ১ জুলাই ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় নিহত বিল্লালের ভাই হত্যা মামলার বাদী জাহাঙ্গীরকে পিছন থেকে জামার টেনে ধরে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে জাহাঙ্গীর প্রথমে হাত দিয়ে ঠেকাই পরে তার মাথায় কোপ লেগে রক্তাক্ত জখম হয়। জাহাঙ্গীরের হাক চিৎকারে একুই এলাকার মৃত তাহের গাজীর ছেলে রাশেদ গাজীর উপস্থিতি টেরপেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
গত ২৪ মার্চ ২০২৩ তারিখ ভোর ৬ টার দিকে আব্দুল মজিদের মাছের ঘেরীর কর্মচারী ঠাকুরে ছেলে মাখন ঘেরীর মধ্যে বিল্লালের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীদের জানালে শ্যামনগর থানা-পুলিশের এসআই সেলিম রেজা ঘটনাস্থল থেকে উপজেলার রমজাননগর গ্রামের মৃত সাত্তার ছেলে বিল্লাল (৪০) এর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন বিল্লালের ভাই জাহাঙ্গীর।
থানা পুলিশ কয়েকজন আসামিদের গ্রেফতারপূর্বক জেল হাজতে প্রেরণ করলে তারা জামিনে ফিরে বাদীকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিলো। জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। জাহাঙ্গীর এর অবস্থার অবনতি হলে শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
বিষয়টি নিয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, কাছে ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।