
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন দশজন। মৃতের মধ্যে করোনা আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন নয়জন এবং ইয়েলো জোনে ভর্তি ছিলেন একজন। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৯০ জন এবং ইয়োলো জোনে ২০ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হন ১৭ এবং ইয়োলো জোনে দশজন।
এদিকে, যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, শুক্রবার বিভিন্ন ল্যাবে মোট ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার হাতে পাওয়া ফলাফলে দেখা যায়, সন্দেহভাজন এসব ব্যক্তির মধ্যে ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫ শতাংশ।