নজরুল ইসলাম, তালা: জঙ্গি সন্দেহে মৌলভীবাজার থেকে আটক হয়েছেন সাতক্ষীরার একটি পরিবারের তিনজন। শরিফুল ইসলাম, তার স্ত্রী আমেনা বেগম ও কন্যা হাবিবা। গত ২৫ জুলাই বাড়ি থেকে এক সঙ্গে বের হন তারা। এরপর থেকে ছিলেন যোগাযোগ বিচ্ছিন্ন। শনিবার (১২ আগষ্ট) দুপুরে তালার খলিলগর ইউনিয়নের দক্ষিণ নলতা এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে ছোট্ট একটি দোকান শরিফুলের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দোকানটিতে সাইকেল মিস্ত্রীর কাজ করতো সে। পাশেই মোড়লপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম। বাড়িতে গিয়ে দেখা যায়, বসতঘরটি তালাবদ্ধ। পরিবারের বাকি সদস্যরা জানিয়েছে, গত ২৫ জুলাই স্ত্রী আমেনা বেগম, মেয়ে হাবিবাকে নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় শরিফুল ইসলাম। এরপর থেকেই মোবাইল বন্ধ। যোগাযোগ হয়নি কারো সঙ্গেই।
শরিফুলের বড় ভাই নজরুল মোড়ল জানান, আমরা গরীব মানুষ। শরিফুল সাইকেল মিস্ত্রীর কাজ করে সংসার চালায়। কখনো খারাপ কোন কাজের সঙ্গে জড়িত হয়েছে এমন কোন খবর এলাকার মানুষ দিতে পারবে না। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন। একই কথা বলেন পরিবারটির বাকি সদস্যরাও।
কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা এমন প্রশ্নে নজরুল মোড়ল বলেন, জাকের পার্টি করে শরিফুল। প্রতি বছর ওরশ শরীফেও যায়। মাঝেমধ্যে আমি যায় সেখানে। এটা কোন রাজনৈতিক দল না। জঙ্গি সদস্য হয়েছে এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। শুনে অবাক হচ্ছি। পরিবারের বাকি সদস্যরাও হতভম্ব হয়ে পড়েছেন জঙ্গি সন্দেহে আটকের খবর শুনে।
পরিবারটির সদস্যরা জানায়, দুই বছর আগে জঙ্গি সন্দেহে সিরাজগঞ্জ থেকে আটক হন শরিফুলের মেয়ে জামাই শান্ত। বর্তমানে সে কারাগারে। তাকে আদালত থেকে জামিনে মুক্ত করতে সিরাজগঞ্জে যাচ্ছে বলে বাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বের হয়েছিলেন শরিফুল।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, এনিয়ে এখনই কোন মন্তব্য করতে চাইছি না। তবে আমরা পরিবারটির বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
মৌলভীবাজার জঙ্গি আস্তানায় স্ত্রী-মেয়েসহ আটক সাতক্ষীরার শরিফুল
পূর্ববর্তী পোস্ট