
একদিন আগে বাফুফের জরুরি সভায় প্রিমিয়ার লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা কাপও বাতিল করা হয়েছে। তবে মেয়েদের খেলা নিয়ে বাফুফে ইতিবাচক। ছেলেদের ২০১৯-২০ ফুটবল মৌসুম পরিত্যক্ত ঘোষণা করা হলেও মেয়েদের ফুটবল মৌসুম শেষ করতে চায় দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বাফুফের মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমরা মেয়েদের লিগ বাতিল করবো না। লিগে বিদেশি খেলোয়াড় খেলছে না। তাই সেভাবে ক্লাবগুলোর বড় রকমের খরচও নেই। করোনার কারণে আপাতত খেলা বন্ধই থাকবে। পরিস্থিতির উন্নতি হলে আগামী সেপ্টেম্বরে থেকে লিগের বাকি অংশের খেলা শুরু হতে পারে।’
মেয়েদের লিগে বসুন্ধরা কিংস ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন স্পোর্টিং ক্লাব।