
জিএম নজরুল ইসলাম,মুন্সিগঞ্জ: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পূর্ব ধানখালী গ্রামের ধীরেন্দ্রনাথ এর পুত্র হিমাংশ মন্ডল সরকারি নীতিমালা উপেক্ষা করে নামমাত্র বরাদ্দের অজুহাতে মুন্সিগঞ্জ বাজারে দোকান ঘরের নামে ভবন নির্মাণ করেছে, যেখানে দুই থেকে তিনটি দোকান ঘর বরাদ্দ হয়। এ বিষয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। হিমাংশ মন্ডল বহাল তবিয়তে প্রশাসনকে ম্যানেজ করে উক্ত ঘর নির্মাণ সম্পন্ন করেছে, যা আইনে গ্রহণযোগ্য নয়।
জানা যায় হাট-বাজার পেরিফেরি ভুক্ত সরকারি নিয়ম অনুযায়ী ২০ বর্গমিটার ও সেমিপাকা দোকানঘর নির্মাণ করতে হবে। কিন্তুু হিমাংশ মন্ডল এর তোয়াক্কা না করে উপজেলা ভূমি অফিস ও স্থানীয় ভূমি অফিস ম্যানেজ করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত হিমাংশ মনন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারি ভূমি কমিশনার আব্দুল হাই সিদ্দিকী নিকট জানতে চাইলে তিনি বলেন, যেভাবে দোকান করে করুক দুইতালা হোক আর একতলা হোক ছাদ না দিলেই হলো।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক এর নিকট জানতে চাইলে তিনি বলেন , আমি নোটিশ দিয়েছি কাজ না বন্ধ করলে কি করবো।
এ বিষয়ে এলাকার সুধীমহল মনে করেন এইভাবে সরকারি জায়গা জবরদখল করলে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হবে সেই সাথে বাড়বে জবর দখলকারী।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে তদন্ত পূর্বক আশু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উক্ত বাজারের দোকানদাররা ও এলাকাবাসী ।