
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও কেন্দ্রীয় যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আশু রোগ মুক্তি কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে এবং কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জি,এম ওয়াহেদ পারভেজের সার্বিক সহযোগিতায় শহরের কাজী পাড়া মোড় প্রাঙ্গণে এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র(কম্বল) বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এবং কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের জন্য সৃষ্টিকর্তার নিকট আশুরোগ মুক্তির জন্য দোয়া কামনা করা হয়। দোয়া কামনা শেষে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলার যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজনুর রহমান, যুব নেতা আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ ।