
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কাদাকাটির ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া পিএসএস হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়।
অভিভাবক সদস্য সাধারণ পদে ৪টি পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা আসনের একটি পদে ২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। মিজানুর রহমান মন্টু প্যানেল ও ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপ প্যানেলভুক্ত হয়ে প্রার্থীরা নির্বাচন করেন এবং সব কয়টি পদে মিজানুর রহমান মন্টুর প্যানেলভুক্ত প্রার্থীরা বিজয় লাভ করেন। সাধারণ অভিভাবক পদে মোঃ আজগর আলি (ছাতা প্রতীক) ১৯০ ভোট, শাহ মোহাম্মদ সেকেন্দার (আনারস) ১৭২, মোঃ মইনুর সানা (ফ্যান) ১৭১ ও মোঃ আব্দুল জব্বার (হরিণ প্রতীক) ১৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আনারুল ইসলাম (চেয়ার) ১১৫ ভোট, মুজিবুর রহমান (মোরগ) ১১৫, লাল মাহমুদ (ফুটবল) ১৩২, হাফিজুর রহমান (মাছ) ১১৭ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে সালমা খাতুন (দোয়াত কলম) ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্ব›িদ্বী প্রার্থী সুচিত্রা (বই) ১৪০ ভোট পেয়েছেন। প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ।