জাতীয় ডেস্ক:
রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে গিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৬ জুলাই) সকালে তিনি ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সেখানে যান।
দলের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আমির খসরু ও শামা ওবায়েদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সূত্রের দাবি, বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বিএনপির দুই নেতা আমেরিকান সেন্টারে ছিলেন।