
এসএম মুকুল, ব্রহ্মরাজপুর থেকে: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি বি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে সদরের ৫টি বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী নিয়ে ৪ দিন ব্যাপী বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক স্কাউট প্রশিক্ষণ ব্যাচ কোর্সের সমাপনী অনুষ্ঠান ৯ই ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা–তুজ–জোহরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “এই প্রশিক্ষণের মাধ্যমে তোমারা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলবে।পাশাপাশি সফল মানুষ হতে স্কাউটিং কতটা জরুরী সে বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন স্কাউটারদের প্রধান কাজ হচ্ছে যে কোন কাজকে ছোট ছোট অংশে ভাগ করে করা কেননা ছোট ছোট অংশে ভাগ করে কাজ করলে কাজে সফল হওয়া সহজ হয়, তাই জীবনের সকল ক্ষেত্রে সফল হওয়ার জন্য সকলকে স্কাউট প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান“।
সভাপতি তার বক্তব্যে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে যোগ্য হিসাবে গড়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন। প্রাথমিক স্কাউটস প্রশিক্ষণ ব্যাচ কোর্সের সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডি,বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ আবুল মাজেদ, স্কাউটস লিডার মনোরঞ্জন মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক কাজী আফজাল বারী।