সাতনদী অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের চাষাড়ার ডনচেম্বার এলাকা থেকে ৬ হাজার ৩৯৫ পিস ইয়াবাসহ মবিনা আক্তার মনি (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে একই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের চাষাড়ার ডনচেম্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন এবং মাদক ব্যবসা তার একমাত্র পেশা। গোপন খবরের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিযানিক দল চাষাড়া এলাকার এসএ পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
আটককৃত ইয়াবাসহ মবিনা আক্তার মনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, বিভিন্ন দ্রব্যের ভেতরে লুকিয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছেন তিনি।