
আব্দুর রহিম, কালিগঞ্জ: মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তারের নির্দেশনায় সাতক্ষীরা জেলা শাখার মহিলা শ্রমিক লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ও সাধারণ সম্পাদক জামিলা খানম স্বাক্ষরিত কালিগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের কমিটিতে পদ প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন সভাপতি কানিজ স্বপ্না, সাধারণ সম্পাদক লাইলী পারভীন, সাংগঠনিক সম্পাদক ফরিদা খাতুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিপিয়া খাতুন, দপ্তর সম্পাদক মনোয়ারা পারভীন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মর্জিনা পারভীন। নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দেরকে মহিলা শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।