
রাশেদ আলী যশোর থেকে : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস পালন ও নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ই ডিসেম্বর) বিকাল তিনটায় রাজগঞ্জ বাজারে আকলিমা ভিলায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মোঃ এরশাদ আলী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম ফারুখ হুসাইন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদকরেজাউল করিম রয়েল। অনুষ্ঠানে উপজেলা কমিটির মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আবু সাঈদ, মোঃ রাকিব, মোঃ তরিকুল ইসলাম রাজা, মনোয়ারা বেগম, ডাক্তার আব্দুল আলিম, সাংবাদিক মফিজুর রহমান, মোশাররফ হোসেন, জামাত আলী, স্বপ্না রায়, শিউলি রায় সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদকমোঃ মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম। অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সংগঠনের সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দান করেন।