প্রেস বিজ্ঞপ্তি: গত ৫ নভেম্বর সন্ধ্যায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নিজস্ব অফিস ভবনে অত্র এসোসিয়েশনের কার্যকরী পরিষদের কর্মকর্তাগনের সহিত ভোমরাস্থ কাস্টম্স ডেপুটি কমিশনার, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তাগনের ভোমরা স্থলবন্দরের সমসাময়িক উদ্বুদ্ধ পরিস্থিতির সমাধান ও রাজস্ব বৃদ্ধিসহ কাস্টমস্ হাউজের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সৌহার্দ্য পূর্ন পরিবেশে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু উপস্থিত ছিলেন। তিনি বন্দর সংশ্লিষ্ঠ সকল সংগঠনের যৌথভাবে সুন্দর পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারে তার জন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ৬ নভেম্বর জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশন, ভোমরা কাস্টম্স ডেপুটি কমিশনার, ভোমরা স্থলবন্দর উপ-পরিচালক এর যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকল পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ হরতাল ও অবরোধে ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে সকলে একমত পোষণ করেন এবং পুলিশ সুপার ভোমরা বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য সকল প্রকার সহযোগিতা রাখার আশ^াস প্রদান করেন। আরো উল্লেখ্য, অদ্য ২২ নভেম্বর বেলা ১২টায় ভোমরাস্থ বিজিবি ক্যাম্প সভা কক্ষে বিজিবি সেক্টর কমান্ডার, খুলনা এর সভাপত্তিত্বে, অধিনায়ক বিজিবি সাতক্ষীরা, ডেপুটি কমিশনার, ভোমরা শুল্ক স্টেশন, উপ-পরিচালক, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং অর্থ সম্পাদক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভোমরা ইমেগ্রেশন, এর যৌথ মতবিনিময় সভায় ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যাহাতে স্বাভাবিক থাকে এবং ভোমরা স্থলবন্দরের রাজস্ব বৃদ্ধিতে প্রয়োজনীয় সকল প্রকার পদক্ষেপ গ্রহন করার জন্য একমত পোষণ করেন। সভায় ভোমরা কাস্টমস্ হাউজের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন হয় তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করা হয়। সাতক্ষীরা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশন, ভোমরা কাস্টমস্, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য সরকারী সংস্থার এরকম সৌহার্দ্য পূর্ন আলোচনা ভোমরা স্থলবন্দরের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে সকলে একমত পোষণ করেন।