
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নে মাহে রমজানে প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৪ টার সময় নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু জাফর, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শুকুর আলী, ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মহাসিন রেজা, বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম ও প্রবাসী ইয়াদ আলী।
প্রধান অতিথি অধ্যক্ষ একেএম জাফরুল বাবু তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, মাহে রমজান মাসে যে যত বেশি অসহায়দের মাঝে দান করবেন আল্লাহ তার দান দ্রুত কবুল করবেন। আমরা একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে পালন করব। আজ আমার ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে ১০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করছি। যার আর্থিক সহায়তা প্রদান করেছেন মালয়েশিয়া প্রবাসী মোঃ ইয়াদ আলী। আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
প্রবাসী ইয়াদ আলীকে ওই সময় চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধীদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার প্রতিবন্ধী ভাতা প্রদান করছেন এবং প্রতিবন্ধীদের শিক্ষার জন্য সরকার প্রতিবন্ধী স্কুল করেছেন যাতে সমাজের তারা যেন অবলিত না থাকে আমার পরিষদে প্রতিবন্ধীদের জন্য একটি ব্যায়াম করার জন্য একটি সেবা কেন্দ্র খোলা হয়েছে। বিনামূল্যে সেবা নিয়ে তারা সুস্থ হবেন। আপনারা জানেন মাহে রমজান মাসে খাদ্য দ্রব্য মূল্য স্বাভাবিক রাখার জন্য সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ টিম প্রতিনিয়ত বাজারে তদারিক করবেন মর্মে সরকার ঘোষণা করছেন আমরা সকলে মিলে সরকারের উন্নয়নের কাজ করি সুন্দর সমাজ ও দেশ গড়তে সরকারের সহযোগিতা করি।