কিশোর কুমার: আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুমার ইদ্রজিৎ সাধুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ জহুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ কুমার সাধু ও ফরিদ হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রিপন হোসাইন, এমএম জামান মনি, অর্থ সম্পাদক আব্দুল জলিল, এসএম মজনু, প্রচার ও দপ্তর সম্পাদক গাজী রোকোনুজ্জামান, ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য শেখ রায়হান হোসেন, ইলিয়াস হোসেন, আতাউর রহমান, খায়রুল আলম সবুজ, কিশোর কুমার, নাজমুল ইসলাম মিঠু প্রমুখ। এসময় ইন্দ্রজিৎ সাধু বলেন, আমি ২০০১ সালে হারুন অর রশিদ কলেজের ছাত্রলীগের সাংগনিক হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। এরপর ঢাকার এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করি। পরবর্তীতে তালা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িক্ত নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সর্বশেষ ২০২০সালে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের সম্পাদক নির্বাচিত হই। এরপর থেকে মানুষের সেবাই নিয়োজিত রেখেছি। আমি ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তালার প্রতিটা ইউনিয়নের মানুষ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল ভোগ করবে।
ভাইচ চেয়ারম্যান হতে চান কুমার ইন্দ্রজিৎ
পূর্ববর্তী পোস্ট