নিজস্ব প্রতিবেদক: শহরে ভাই ভাই মটরস্’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় গার্লস স্কুল ব্রিজের উত্তর পাশে ভাই ভাই মটরস্’র এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আজহার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), রউফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সবুর, ভাই ভাই মটরস্’র পরিচালক তৌহিদুজ্জামান বাপ্পি, সৈয়দ জাকির হোসেন বনি, মটর মেকানিক ওস্তাদ হাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ কারী শেখ ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক কমল বিশ্বাস।
ভাই ভাই মটরস্’র উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট