
ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা সদর) প্রতিবেদক:
সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে জীবনকে ভালোবাসেন, মাদক থেকে দূরে থাকুন এই প্রতিপাদ্যের আলোকে মাদকবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, সুস্থ ও সুন্দর জীবন গড়তে সকলকে মাদকমুক্ত থাকার উদ্যোত আহ্বান করেন। সভাপতি তার বক্তব্যে বলেন একটা দেশের উন্নয়নের একটা অন্যতম বাধা হচ্ছে মাদক তাই মাদকমুক্ত সমাজ তথা দেশ গঠনে সরকারের পাশাপাশি শিক্ষার্থী সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।