
ফিংড়ী প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা ইসলামী ব্যাংকের পাশের জায়গায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপুর্বক ভাবে দখল করে বসত বাড়ি ও দোকান ঘর নির্মাণ করছে মৃত: কাদের মোল্যার পুত্র আছাদুল্যাহ মোল্যা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) সকাল থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা আদালতের মামলা নং-পি-৯৫৭/স্মারক নং-১১৪৬/ফৌ:তারিখ :৭/১০/২০২১ বাদি আছাদুল্যাহ মোল্যা ১৪৫ ধারায় মামলা করে আবার নিজেই প্রশাসনের তোয়াক্কা না করে প্রকাশ্য দিনের বেলায় স্থাপনার ঢালাই দিচ্ছে বলে অভিযোগ করেছে মামলার বিবাদী শাহরিয়ার কবীর। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসআই সাইফুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করলে উনি ব্যস্ততার অযুহাতে এড়িয়ে জান বলে জানান শাহরিয়ার কবীর।