
স্পোর্টস ডেস্ক:
ক্রাইস্টচার্চে প্রথম দিন ব্যাটিংয়ে আধিপত্য দেখানোর পর দ্বিতীয় দিন বোলারদের ভূমিকা কিছুটা হলেও এগিয়ে রাখলো লঙ্কানদের। প্রথম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৫৫ রানের জবাবে ১৬২ রান তুলতেই নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়েছে। স্বাগতিকরা এখনও ১৯৩ রানে পিছিয়ে।
দিনটা শুরু থেকেই পেসারদের দখলে ছিল। কিউই দুই পেসার টিম সাউদি ও ম্যাট হেনরি লঙ্কানদের শেষ ৪ উইকেট তুলে সফরকারীদের প্রথম ইনিংসে ৩৫৫ রানে থামিয়েছেন। সকালের সেশনে শ্রীলঙ্কার শেষ স্বীকৃত ব্যাটার ধনাঞ্জয়া থাকতে আর ১০ রান যোগ করতে পেরেছেন। লেজের বাকি ব্যাটাররা যোগ করেছেন ৪০ রান।
জবাবে দুই ওপেনারে দারুণ সূচনা ছিল নিউজিল্যান্ডের। ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ হয়েছে। কনওয়ে ৩০ রানে আসিথা ফার্নান্ডোর বলে ফিরতেই প্রতিরোধ নড়বড়ে হয়ে যায় স্বাগতিকদের। ৭৬ রানের মধ্যে ফেরেন কেন উইলিয়ামসন (১), ও হেনরি নিকোলস (২)। দুটি উইকেটই নিয়েছেন লাহিরু কুমারা। দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়া দলটার হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন টম ল্যাথাম-ড্যারিল মিচেল। ল্যাথামকে (৬৭) আউট করে ৫৮ রানের জুটি ভেঙেছেন আসিথা। রাজিথা শেষভাগে টম ব্লান্ডেলকেও (৭) ফেরালে দ্বিতীয় দিনেই প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে নিউজিল্যান্ডের। ক্রিজে আছেন ড্যারিল মিচেল (৪০) ও মাইকেল ব্রেসওয়েল।
৩৪ রানে দুটি উইকেট নেন লাহিরু কুমারা। ৪২ রানে দুটি নেন আসিথা ফার্নান্ডোও। ৩৮ রানে একটি নিয়েছেন রাজিথা।
সংক্ষিপ্ত স্কোর:
দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৯২.৪ ওভারে ৩৫৫ (মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০, ধনাঞ্জয়া ৪৬; সাউদি ৫/৬৪, হেনরি ৪/৮০)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬৩ ওভার শেষে ১৬২/৫ (ল্যাথাম ৬৭, কনওয়ে ৩০, মিচেল ৪০*; কুমারা ২/৩৪, আসিথা ২/৪২)