
সাতনদী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বঙ্গবীর কাদের সিদ্দীকি বীর উত্তমের সম্পর্ক ভাই বোনের মত। বিভিন্ন সময় বঙ্গবীর কাদের সিদ্দীকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন বলে সম্মোধন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি পিতা বলে সম্বোধন করেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) স্ব পরিবারে গণভবনে যান কাদের সিদ্দীকি। সৌহার্দপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় তার। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলমের ফেসবুকে এ সম্পর্কিত একটি ছবি পোষ্ট করা হয়।
মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দীকি মহান মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরূপ বঙ্গবীর এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম উপাধি লাভ করেন। আওয়ামী রাজনীতিতে প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকলেও দরের অভ্যান্তরিন কোন্দলের ফলে কাদের সিদ্দীকি আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন। বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক প্লাটফর্মে থাকলেও তিনি সর্বদা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করেন।