শার্শা (যশোর) প্রতিনিধি: মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) দিবাগত রাত এগারোটার সময় বেনাপোল দূর্গাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর গ্রামের বাহার আলী মোল্লার ছেলে মো. আয়োয়ারুল ইসলাম ও একই গ্রামের মোহাম্মদ আফিল উদ্দিন মোল্লার ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম। জানা যায়, রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি বাড়িতে গোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ২ আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় শনিবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট