সংবাদদাতা:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২২ জানুয়ারী) ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল কুশই (৪৫), ভবেরবেড় মধ্যপাড়ার মৃতঃ আবেদ আলী ঘরামীর ছেলে শওকত (৪৩) ও একই এলাকার মৃতঃ রুস্তম আলীর ছেলে জাকির (৪২)।
ডিবি জানায়, মাদক কারবারিরা মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে, যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ ও এএসআই নির্মল কুমার ঘোষ গণের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় সাকিনস্থ পুকুরপাড়া জামে মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদের আটক করে।
উদ্ধারকৃত মালামালের ম‚ল্য ৬০ হাজার টাকা টাকা।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের হয়েছে।