
মোঃ রুবেল, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ভেসে যাওয়া পুকুরের মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। গুরুতর আহত নজরুল ইসলামকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ চাপড়া গ্রামের আঃ মালেক গাজীর পুত্র নজরুল ইসলাম এর বাড়ির পুকুর পনিতে তলিয়ে যাওয়ায়ে তাদের পাশের ক্ষেতে মাছ ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নজরুল জাল দিয়ে ক্ষেত থেকে মাছ ধরছিল। এসময় পাশের হাফিজুর রহমানের পুত্র বাবু ও ফারুক এবং তাদের মা হামেদা তাদের মাছও ভেসে সেখানে গেছে দাবী করে মাছ ধরতে বাধা দেয়। নজরুল জানান, বাবুদের পুকুর পাড়ে নেটজাল দিয়ে আটকানো। তাদের মাছ কিভাবে আসবে বলে মাছ ধরতে থাকলে বাবুরা লাঠিশোটা নিয়ে তার উপর হামলা চালায়। এসময় নজরুলের পিতা মালেক গাজী এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। নজরুল লাঠির আঘাতে বেহুঁশ হয়ে পড়লে তারা কেটে পড়ে। রাতেই তাকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নজরুল জানায়, গত বছরও তারা তার পিতাকে মারপিট করেছিল। তখন আদালতে মামলা দায়ের করা হয়েছিল। মারপিটের পর থেকে বাবুরা তাদেরকে নানা ভাবে হুমকী ধামকী দিচ্ছে। এব্যাপারে তারা পুলিশ প্রশাসন ও জন প্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।