
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন কল্পে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক এলাকাবাসীকে সাথে নিয়ে পানি নিস্কাশন ব্যবস্থা নিস্কন্টক করতে ২১ জুন (সোমবার) বিভিন্ন কার্যক্রম গ্রহন করেন।
ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক বলেন, একটানা বৃষ্টিপাতের ফলে এই এলাকার পানি নিস্কাশন কষ্টকর হয়ে উঠেছে। বিভিন্ন খাল ও নালা, নর্দমা বন্দ করে রাখা, পরিস্কার না করার কারনে সমস্যা ঘুনিভূত হচ্ছে। পানি নিস্কাশন জোরদার করতে আমরা খাল কাটা, নালা নর্দমা পরিস্কার রাখার ব্যবস্থা করেছি। এখন এলাকার পানি খাল দিয়ে মহেশ্বরকাটি স্লুইসগেটের খালে গিয়ে পড়বে।
তিনি আক্ষেপ করে বলেন, ফিংড়ী ইউনিয়ন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন (আমোদখালী খাল) ও সাতক্ষীরা সদর উপজেলার পানি বেউলা চিলেডাঙ্গা হয়ে মহেশ্বরকাটি স্লুইসগেটের খালে ফেলান হচ্ছে। ভাটার সময় বুধহাটার পানির সাথে ঐ এলাকার পানি গেটের খালে পড়লে নিস্কাশন করা অসুবিধা না হলেও, জোয়ারেরর সময় গেটের পাটা বন্দ করা হলে বৃহত্তর ঐ এলাকার (ফিংড়ী ইত্যাদি) পানির চাপে বুধহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছে। ফলে এই এলাকা জলমগ্ন থেকে যাচ্ছে। চিলেডাঙ্গা সড়কের কাছে কালভার্টে পাট দেওয়ার কথা থাকলেও না দিয়ে অপরিকল্পিত কাজ করা হয়েছে। অপরদিকে বুধহাটার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের পানি সহ সংশ্লিষ্ট এলাকার পানি মহেশ্বরকাটি কালভার্ট দিয়ে গেটের খালে নামে। এই গেটেও কোন পাট নেই। ফলে অনায়াসে ঐ এলাকার (ফিংড়ী ইত্যাদি) বুধহাটার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিলে গিয়ে ঢুকে পরিস্থিতি অবনতিশীল করে তুলছে। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হলে এলাকাকে সমস্যা সংকুল করে তোলা হবে। যা খুবই ক্ষতিকর হয়ে দাড়াবে।