
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে গ্রাম ডাক্তার ফটিক চন্দ্র মন্ডলের বড় ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বেউলা গ্রামের গ্রাম ডাক্তার ফটিক চন্দ্রের বড় ভাই কালিপদ মন্ডল (৭০) হৃদরোগে আক্রান্ত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস।থায় বুধবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। তার ভাই-বোন ভারতে থাকায় নাতি মিথুন মন্ডল অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।