আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ব্যাংদহা রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা বটগাছটি কাটার জন্য ষড়যন্ত্র চলছে। কোন অবস্থাতে তা থামানো যাচ্ছে না। স্থানীয়রা জানিয়েছেন গত কয়েক বছর আগে সাতক্ষীরা আশাশুনি সড়কের ব্যাংদহা রাস্তার মুখে অবস্থিত এ বটগাছের নিচে কয়েক শতক জমি ক্রয় করেন আলহাজ্ব গফুর সরদার। তিনি জমি কেনার পর থেকে বিভিন্নভাবে এ বটগাছটি কাটার জন্য ষড়যন্ত্র করে আসছেন তিনি। গত কয়েক বছর ধরে এ বটগাছটি কাটার জন্য ব্যাপকভাবে ষড়যন্ত্র করেছেন তিনি। কয়েকবার সেখানে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি হস্তক্ষেপে বন্ধ হলেও আবারো ষড়যন্ত্রের জাল বোনেন তিনি।
মঙ্গলবার ভোর রাতে পথচারিরা কয়েকজন শ্রমিককে গাছের কয়েকটা মোটা ডাল কাটতে দেখে তাদের বাধাঁ দেয়। এসময় স্থানীয় সাংবাদিকরা গাছ কাটার পারমিশন দেখতে চাইলে তারা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন আপনারা কাগজ দেখার কে? গাছ কাটতে আসা শ্রমিকরা জানান আমরা ধুলিহর থেকে এসেছি ঠিকাদার আব্দুল ছালাম আমাদেরকে পাঠিয়েছেন গাছ কাটার জন্য। এ সময় সেখান থেকে বিষয়টি নির্বাহী অফিসার কে অবহিত করা হলে তিনি বুধহাটা ইউনিয়ক ভূমি কর্মকর্তা মোকারম হোসেনকে নির্দেশ দেন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছের ডাল কাটা বন্ধ করে সেগুলোকে জব্দ করেন।
এ ব্যাপারে বুধহাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, আমি বিষটি জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয়ে গাছের ডাল কাটা বন্ধ করে দিয়েছি এবং গাছগুলোকে জব্দ করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।