
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার বুধহাটায় বাড়িতে ও দোকানে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার ও রবিবার রাতে এ চুরির ঘটনা ঘটে।
রাড়–লি গ্রামের দুখীরাম সরকারের পুত্র বর্তমানে বুধহাটা কাছারিপাড়ায় বসবাসকারী মাছ ব্যবসায়ী প্রভাত সরকার রবিবার ছেলেকে নিয়ে সাতক্ষীরায় ডাক্তারের কাছে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে থাকা তার স্ত্রী পাশের বাড়িতে গিয়েছিলেন। এসুযোগে সংঘবদ্ধ চোরেরা তাদের ঘরের পিছনের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে স্টীলের আলমারী, শোকেচ ইত্যাদি ভেঙ্গে ২ ভরি ওজনের স্বর্ণ্যালঙ্কার, নগদ ১৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে জানালা দিয়ে বেরিয়ে যায়। যাবার সময় চোরেরা ঘরের দরজার সিটকিনি ভেতর থেকে আটকে দিয়ে যায়। রাত্র ৮ টার দিকে প্রভাতের স্ত্রী বাড়িতে ফিরে দরজা ভেতর থেকে আটকানো দেখে হতাশ হয়ে পড়েন। প্রভাত বাড়ি ফেরার পর চুরির বিষয়টি জানতে পারেন। এদিকে শনিবার দিবাগত রাতে বুধহাটা বাজারের রাজা স্টোরের টিনের চাল কেটে নগদ ৫৫ হাজার টাকা ও আনুমানিক ১০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে চোরেরা। পুলিশ রাজা স্টোর পরিদর্শন করেছেন। আগেও একই দোকান থেকে চুরির ঘটনা ঘটেছিল। উপজেলার বৃহত্তর মোকামটিতে পাহারার ব্যবস্থা না থাকা এবং সিসি ক্যামেরা নষ্ট থাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। ব্যবসায়ীরাও দোকানে থাকেননা, সতর্কতার ব্যপারেও রয়েছে তাদের অনীহা। তবে একের পর এক চুরির ঘটনা ঘটলেও এখনো কোন চোরকে পুলিশ শনাক্ত বা আটক করতে পরেননি।