
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের দরিদ্র, অসহায় ও রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়া আব্দুর রহমানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদ সভাপতি ও বুধহাটা ইউপির চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক ডাবলু। মঙ্গলবার বিকালে আব্দুর রহমানকে তার বাড়িতে দেখতে যান তিনি। এসময় চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক ডাবলু নিজ অর্থায়নে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর আ ফ ম রুহুল হক এমপি’র সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। সহায়তা প্রদান কালে বুধহাটা ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি নুরুজ্জামান জুলু, উপজেলা তাতীলীগ যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান রাজু, যুবলীগ নেতা নজরুল ইসলাম, তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।