
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী মোকাম বুধহাটা বাজার বণিক সমিতির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাজারের বিভিন্ন সড়কে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। বণিক সমিতির নিজস্ব অর্থে ১ হাজার পিচ মাস্ক ও ১০০ টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পরে ওসি গোলাম কবির বাজারের বিভিন্ন সড়কে প্রবেশ করে ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সরকারি বিধি নিষেধ যথাযথ ভাবে মেনে চলা ও লকডাউন সফল করতে সকলকে যত্নবান হতে আহবান জানান। যাতে নিজেরা, পরিবারের সদস্য ও এলাকলভা সকলে করোনার আক্রমন থেকে রক্ষা করতে সক্ষম হওয়া যায় সেজন্য আন্তরিক হতে অনুরোধ জানান। এসময় বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সেক্রেটারী ফারুক হোসেন ঢালী, সহ-সভাপতি বাপ্পী, যুগ্ম সম্পাদক রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ দেবনাথ, প্রচার সম্পাদক আঃ আলিম, কোষাধ্যক্ষ অজয় পাইনসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।