
দীপক মিস্ত্রী, বুড়িগোয়ালিনী প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য জি, এম, সাইফুল ইসলামের বাসা সংলগ্ন কারিতাসের নির্মিত তৃতীয় মৎস্য চাষ প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের সুইচগেট যেকোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এই আশঙ্কায় ভুগছে অত্র এলাকার জনসাধারণ।
অত্র সুইচগেট নির্মাণের সময় এলাকা একবার সর্বস্বান্ত হয়েছিল প্লাবিত হয়ে। পক্ষান্তরে সর্বনাশা আইলার সময়ও একই অবস্থা। সিডরের সময় কি অবস্থা। সর্বশেষ বুলবুলের তাণ্ডবে এই বেহাল সুইজগেট এর কারণে প্রতিটা মৎস্য ঘের মালিকগণ সর্বস্বান্ত হয়েছে। বর্তমানে সুইজগেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের রাস্তা একদম নাই বললেই চলে। এবার এখান থেকে পানি ভিতরে প্রবেশ করলে এই এলাকার ৪০০ পরিবার যে পুকুরের পানি খেয়ে জীবন ধারণ করে থাকে সেই মিষ্টি পানীর পুকুরটাও ধ্বংস হয়ে যাবে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ধ্বংস হয়ে যাবে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের একমাত্র প্রসূতি মায়েদের সেবাদান কেন্দ্র F,W,C, হসপিটাল সেটাও ধ্বংস হয়ে যাবে। বহুবার লেখার পরেও পানি উন্নয়ন বোর্ড বিকল্প কোনো ব্যবস্থা না নেওয়ায় সাতক্ষীরা ৪ আসনের জনবান্ধব সংসদ সদস্য এস এম জগলুল হায়দার সহ জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে অত্র এলাকার জনসাধারণের যাহাতে সুইজগেট গুলো অচিরেই বন্ধ করে দেওয়ার জন্য।
যাহাতে বুড়িগোয়ালিনী মিস্ত্রী বাড়ির মিষ্টি পানির পুকুর সহ এলাকার রক্ষা পায় তার জন্য সুদৃষ্টি কামনা করছে অত্র এলাকাবাসী।
এই তৃতীয় মৎস্য চাষ প্রকল্পের সুইজগেট সম্পর্কে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এই ভগ্ন সুইজগেট গুলো নিয়ে বহুবার শ্যামনগরে প্রশাসনের মাসিক সভায় আলোচনা করেছি। পানি উন্নয়ন বোর্ড সুইজগেট গুলো বন্ধ করার আশ্বাস দিয়েছেন।