নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরায় পৌছালে আশাহত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মুনজিতপুরস্থ মীর মহলে এসে কান্নায় ভেঙে পড়েন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা ২ আসনে আওয়ামী লীগের নৌকার বিজয় নিয়ে হতাশাগ্রস্থ হয়ে কষ্ট ও ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। এসময় দলীয় নেতাকর্মীরা বলেন, সাতক্ষীরা ২ আসনে বিগত ১০ বছরে জামায়াত শিবিবের ঘাঁটি খ্যাত সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকাকে আওয়ামী লীগের শক্ত ঘাটিতে পরিণত করা জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে বুকে মাইন বেধে অপারেশন জ্যাকপটে সক্রিয় অংশ নেওয়া এবং বিশে^ বিরল অনন্য শেখ হাসিনা বইয়ের লেখক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় দলীয় মনোনয়ন না দেওয়ায় সাতক্ষীরা ২ আসনে আওয়ামী লীগের নৌকার বিজয় নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। এসময় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির বাসভবনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের ভীড়
পূর্ববর্তী পোস্ট