আব্দুর রহমান: সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ১০ ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ সাবেক জনপ্রতিনিধিরা। এছাড়া আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের তৃর্ণমুল পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন এবং বিশিষ্টজনেরা পরপর দুই বারের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে ভোট চাইছেন। দিন যতই এগিয়ে আসছে এমপি রবির নির্বাচনি প্রচারে ততই জনসমাগম বাড়ছে। প্রচারপত্র বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠকে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের কোনো প্রার্থী না থাকায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুকে। কিন্তু জাতীয় পার্টির সাথে আসন সমন্বয়ের কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আসাদুজ্জামান বাবু প্রার্থিতা প্রত্যাহার করে লাঙ্গল কাধে তুলে নেন। শুধু এখানেই শেষ নয়, জাতীয় পার্টির সভা সমাবেশে মহাজোট হিসেবে দাবি করে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন আসাদুজ্জামান বাবুসহ কতিপয় নেতাকর্মী। জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু নির্বাচনি সভায় তারা স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নাম উল্লেখ করে চরম মিথ্যাচার বক্তব্য রাখছেন। একজন প্রার্থীকে নিয়ে নানান কুৎসা ও গীবত করায় সাধারণ ভোটাররা এসব নেতাদের বিশ্বাস করতে পারছেন না। জাতীয় পার্টির নির্বাচনি সভায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে তা এক প্রকার হাস্যরসাত্মকের জোগান দিয়েছে। ক্ষমতার লোভে অপর প্রার্থীর সমালোচনা করা ‘ভূতের মুখে রাম নাম’ এর সামিল বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
এদিকে সাতক্ষীরা-২ আসনে আরও ৫ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। তবে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে। রোববার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা ভাবছেন, ‘ভালো হোক কিংবা মন্দ হোক, যিনি আছেন, তিনিই থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সাতক্ষীরা সদর আসনে নতুন লোক আসলে সবকিছু গোছাতে অনেক সময় লাগবে। তার চেয়ে গত ১০ বছর ধরে যিনি এমপি আছেন, তিনি থাকলে সাতক্ষীরার মানুষ শান্তিতে থাকবে। এজন্য এবারের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের পাল্লা ভারি হচ্ছে।