
জাতীয় ডেস্ক:
বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব শীর্ষ ১০টি কারখানার মধ্যে ৮টিই রয়েছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) সবশেষ তালিকায় এই তথ্য উঠে এসেছে। এছাড়া বিশ্বসেরা ১০০টি কারখানার মধ্যে বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ৫২টি।
তালিকা অনুযায়ী, এর আগে শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার একটি কারখানাকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত গ্রিন টেক্সটাইল লিমিটেডের চতুর্থ ইউনিট। কারখানাটি বিভিন্ন মানদণ্ডে ১১০ নম্বরের মধ্যে ১০৪ পেয়েছে।
২১ ফেব্রুয়ারি ইউএসজিবিসি এ সনদ ইস্যু করেছে। তবে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনটি জানায়, বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বর্তমানে ১৮৩টি। এছাড়া আরও পাঁচ শতাধিক কারখানা এই সনদ পাওয়ার প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছে তারা।
বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, কার্বন নিঃসরণ কমানো ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করলে ক্রেতারা পণ্যের যৌক্তিক মূল্য দেবে।
ইউএসজিবিসির সর্বশেষ তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ পরিবেশবান্ধব কারখানার ৮টিই বাংলাদেশের। বাকি দুটির একটি ইন্দোনেশিয়ার ও একটি শ্রীলঙ্কার
২০১৮ সাল থেকে বিশ্বের সেরা পরিবেশবান্ধব কারখানাটি ছিল ইন্দোনেশিয়ায়। কারখানাটি ১১০ নম্বরের মধ্যে ১০১ পেয়েছিল। এখন শীর্ষে জায়গা করে নিয়েছে গ্রিন টেক্সটাইল।
এ ছাড়া শীর্ষ ১০-এর তালিকায় থাকা বাংলাদেশি বাকি ৭টি কারখানার মধ্যে রয়েছে–রেমি হোল্ডিংস, ফতুল্লা অ্যাপারেলস, তারাসিমা অ্যাপারেলস, প্লামি ফ্যাশনস, সিল্কেন সুইং, মিথেলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। এ তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশি কারখানাটির নাম প্রকাশ করা হয়নি। শুধু দেশের নাম উল্লেখ করা হয়েছে।