নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা। এদিকে ঘটনার পর থেকে লাপাত্তা হয়েছে ওই প্রেমিক বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের দাদপুর এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক দাদপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছেলে অরন্য (২৬)। অনাশনরত প্রেমিকা একই এলাকার ইউনুস আলীর মেয়ে আসমা আক্তার (১৯)।
এলাকাবাসী জানায়, একই এলাকার ইউনুস আলীর স্কুল পড়ুয়া মেয়ে আসমা খাতুন সাথে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছোট ছেলে অরণ্যের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বুধবার (২২ মার্চ) রাতে দাদপুর প্রাইমারী স্কুল মাঠে ওয়াজ মাহফিলে এসে তারা নিঝুম স্থানে অবস্থান করে। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা ।এরপর অপমান সইতে না পেরে ওই মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে দেয় । পরবর্তীতে মুঠোফোনে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, এর আগে দুই বার বিয়ে হয়েছিল ওই স্কুল ছাত্রীর। এরপর সে প্রেমের টানে রাজধানী ঢাকাতে অবস্থান শেষে দ্বিতীয় স্বামীকে ডির্ভোস দিয়ে এলাকায় ফিরে আসে। কিছুদিন আগে সে আবার স্কুলেও ভর্তি হয় বলে শুনেছি । জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ১৯ বছরের বেশি হবে। আজ ঘটনাটি শোনার পর এলাকারবাসীর সহয়তায় তাদের বিষয়ে ব্যবস্থা করা হচ্ছে । আজ রাতেই বিয়ে হতে পারে বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এবিষয়ে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।