
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বিএনপি। মাঠে নেমেছে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তালা বাজারে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ ও সৈয়দ আজম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম,উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান মোখলেছ, হাফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস. কে. ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, যুবদল নেতা শাহীন, মাস্টার নাসির উদ্দিন, প্রভাষক এম. মোস্তাক আহমেদ, সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রচারণায় অংশগ্রহণকারী স্থানীয় কর্মীরা জানান, এলাকায় এখন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। বাজারে, মোড়ে মোড়ে, চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দু ধানের শীষের হাওয়া বইছে তালা-কলারোয়ায়। তারা বলেন,জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় হাবিবুল ইসলাম হাবিবই একমাত্র নির্ভরযোগ্য প্রার্থী। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নেতাকর্মীরা আরও বলেন,হাবিব ভাই দুঃসময়ে দলের হাল ধরে রেখেছেন। তাঁর জনপ্রিয়তা ও তৃণমূলের প্রতি ভালোবাসাই আমাদের শক্তি। লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আহ্বান জানান। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় লিফলেট বিতরণ, তবে এতে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিএনপির স্থানীয় সংগঠনগুলো।

