
নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর সুস্থতা কামনা করে মঙ্গলবার (২২ জুন) বাদ আছর সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পরিচালনা করেন মাওলানা ইলিয়াস খান। জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লাবসা নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মোতায়ালি শেখ এজাজ আহম্মেদ স্বপন এর উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মীর মুনারুল হক, হাফেজ খালিদ ইমাম, সাবেক সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শেখ ইশতিয়াক আহম্মেদ, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, ছাত্রলীগ কর্মী তৌকির রহমান, এজাজ, আহছান প্রমুখ। এসময় মাদ্রাসা ও এতিম খানার ছাত্ররা উপস্থিত ছিলেন। জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।